অ্যাসেম্বলার কাজ কি
অ্যাসেম্বলার এর কাজসমূহ নিম্নে দেয়া হলো:
১। নোমোনিক কোডকে মেশিনভাষায় অনুবাদ করা।
২। অ্যাসেম্বলি অ্যাড্রেসকে মেশিনভাষায় লেখা অ্যাড্রেসে পরিণত করা।
৩। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা, ঠিক না থাকলে তা জানানো।
৪। সব নির্দেশ ও ডেটা প্রধান মেমোরিতে রাখা।
৫। সব ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে বলা।
৬। সর্বোপরি অ্যাসেম্বলি ভাষার প্রত্যেক নির্দেশকে অ্যাসেম্বলার মেশিনভাষার নির্দেশে পরিণত করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions