Home » » ডি মরগ্যানের উপপাদ্য ব্যাখ্যা কর

ডি মরগ্যানের উপপাদ্য ব্যাখ্যা কর

ডি মরগ্যানের উপপাদ্য ব্যাখ্যা কর

সত্যক সারণির সহায়তায় যে কোন বুলিয়ান উপপাদ্য বা সূত্র সহজে প্রমাণ করা সম্ভব। এই পদ্ধতিতে প্রমাণের জন্য সূত্রের বাম দিক ও ডান দিকের চলকসমূহের সম্ভাব্য মান সত্যক সারণিতে লেখা হয়। চলকসমূহের সকল মানের জন্য সূত্রের বাম দিক ও ডান দিকের মান একরূপ হলে সূত্রটি প্রমাণিত হয়। নিম্নে দু’টি চলকের জন্য ডি মরগ্যানের উপপাদ্য ব্যাখ্যা / প্রমাণ করা হল:

সত্যক সারণি:

truth-table-d-morgan

 

 

 

 

 

উপরের সত্যক সারণি হতে সহজে দেখা যায় যে, A ও B এর সকল মানের জন্য-

d-morgan-law


 

সুতরাং ডি মরগ্যানের সূত্র / উপপাদ্য দুটি প্রমাণিত হল।

 

দুই বা দুইয়ের অধিক যে কোন সংখ্যক লজিক্যাল ভ্যারিয়েবেলের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য ব্যবহার করা যায়। তিনটি চলকের জন্য উপপাদ্য দুইটি নিম্নে দেয়া হল:

d-morgan-law



সত্যক সারণির সহায়তায় অতি সহজে উপপাদ্য দুটি প্রমাণ করা সম্ভব। তিনটি চলকের জন্য ডি মরগ্যানের সূত্রদ্বয় প্রমাণ করার জন্য নিম্নে একটি সত্যক সারণি তৈরি করা হল:

d-morgan-truth-table


 

 

 

 

 

 

 

উপরের সত্যক সারণি হতে সহজে দেখা যায় যে, A, B ও C এর সকল মানের জন্য-

d-morgan-law


 

সুতরাং তিনটি বুলিয়ান চলকের জন্য ডি মরগ্যানের সূত্র / উপপাদ্য দুটি প্রমাণিত হল।

 

n সংখ্যক বুলিয়ান চলকের জন্য ডি মরগ্যানের উপপাদ্য 

n সংখ্যক বুলিয়ান চলকের জন্য ডি মরগ্যানের উপপাদ্য  দুইটি নিম্নরূপ:

d-morgan-law

 

 

 



0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *