ডিজিটাল কম্পিউটার কত প্রকার
উত্তর: ৪ (চার) প্রকার।
সাধারণত কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা: ১) এনালগ কম্পিউটার, ২) ডিজিটাল কম্পিউটার ও ৩) হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আবার ৪ (চার) ভাগে ভাগ করা হয়। যথা: ১) সুপার কম্পিউটার ২) মেইনফ্রেম কম্পিউটার ৩) মিনিফ্রেম কম্পিউটার ও ৪) মাইক্রোকম্পিউটার।
মাইক্রোকম্পিউটারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায় যথা: ১) সুপার মাইক্রো কম্পিউটার ২) ডেস্কটপ কম্পিউটার ৩) ল্যাপটপ কম্পিউটার ও ৪) পিডিএ কম্পিউটার ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions