html head
এইচটিএমএল হেড ট্যাগ:
<head>
</head>
এইচটিএমএল হেড ট্যাগ এর বিবরণ :
এইচটিএমএল হেড ট্যাগ ব্যবহার করে এ ট্যাগের মধ্যে ওয়েবসাইটের নাম বা টাইটেল লেখা ব্যবহার করা হয়। হেড ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের মেটা ট্যাগ ও এইচটিএমএল ফাইলের অন্যান্য সকল তথ্যাদি ব্যবহার করা হয়। এছাড়া সিএসএস ও অন্যান্য সকল লিংকিং এর সোর্স লিংকগুলো এই হেড ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়।
হেড ট্যাগ একটি ডাবল ট্যাগ। এই ট্যাগের শুরুতে থাকে <head> এবং শেষে থাকে </head>
উভয় head এর মধ্যে অন্যান্য সকল কোডগুলো টাইপ করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions