ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম হলো একটি ধাতব রাসায়নিক মৌল, যার প্রতীক Mg. পারমাণবিক সংখ্যা ১২, পারমাণবিক ভর ২৪.৩১২ । ম্যাগনেসিয়াম রূপালি সাদা এবং ওজনের দিক থেকে অত্যন্ত হালকা ধাতু। ধাতুটির আপেক্ষিক গুরুত্ব ১.৭৪ এবং ঘনত্ব ১৭৪০ কেজি/ঘন মিটার। স্বল্প ঘনত্বের (লঘুত্ব) কারণে এই ধাতুটিকে সংকরে ব্যবহার করা হয়।
ম্যাগনেসিয়ামের ঘনত্ব অ্যালুমিনিয়ামের ঘনত্বের এক-তৃতীয়াংশ। এ কারণে যেসব নির্মাণ কাজে ওজন হ্রাস করা প্রয়োজন সেসব ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়। ধাতুটির নানাবিধ রাসায়নিক ও ধাতুবিদ্যাগত গণাবলির কারণে অন্যান্য কাজেও এই ধাতুটির প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়ামকে দকদক করে জ্বলা এবং ক্ষণদ্যুতি বাল্বব-এ ব্যবহার করা হয়। কারণ অক্সিজেনের সঙ্গে তাপ উদ্গারী বিক্রিয়ার দ্বারা এটি উজ্জ্বল সাদা আলো উৎপন্ন করে।
প্রকৃতিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। প্রাচুর্যের দিক থেকে ভূ-ত্বকে বিদ্যমান ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম ও আয়রণের পরেই ম্যাগনেসিয়ামের স্থান। ডলোমাইট, ম্যাগনেটাইট, অলিভিন এবং সারপেনটাইনের মতো শিলা গঠনকারী আকরিকে যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া সমুদ্রের পানি, ভূগর্ভস্থ লবণ পাণি এবং লবণস্তরেও ম্যাগনেসিয়াম পাওয়া যায়।
রাসায়নিক দিক থেকে ম্যাগনেসিয়াম অত্যন্ত সক্রিয় মৌল। সাধারণত নোনাজলে প্রাপ্ত MgC12 এর বিদ্যুৎ বিশ্লেষণ দ্বারা ম্যাগনেসিয়াম উৎপন্ন করা হয়। ধাতুটি ফুটন্ত পানির সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে।
ম্যাগনেসিয়াম ধাতুটি অধিকাংশ অধাতুর সঙ্গে যুক্ত হয় ও প্রায় সকল অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। অধিকাংশ ক্ষার ও নানা প্রকারের জৈব পদার্থের (হাইড্রোকার্বন, অ্যঅল্ডিহাইড, অ্যালকোহল, ফেনল, অ্যামিন, এস্টার ও অধিকাংশ তেল) সঙ্গে স্বল্পমাত্রায় বিক্রিয়া করে বা আদৌ বিক্রিয়া করে না। প্রভাবক হিসাবে জৈব কার্বন শ্রেণিবর্ধক বিক্রিয়া, বিজারণ, যোজন বিক্রিয়া এবং হ্যালোজেন ত্যজন বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজনীয়। সুপরিচিত গ্রিনিয়ার্ড বিক্রিয়া দ্বারা জটিল ও বিশেষ বিশেষ জৈব যৌগ সংশ্লেষণের জন্য দীর্ঘকাল যাবৎ অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিরকনিয়াম, জিঙ্ক, বিরল-মৃত্তিকা ধাতু ও থোরিয়াম মিশ্রিত করে সংকর তৈরি করা হয়। জিরকনিয়াম ও থেরিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের নতুন সংকর বিমানপোত নির্মাণে ব্যবহার করা হয়।
ম্যাগনেসিয়ামের যৌগগুলো শিল্পকারখানা এবঙ কৃষিক্ষেত্রে ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions