network packet কি
নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রেরিত ডেটা’র মৌলিক বিভক্তি হলো নেটওয়ার্ক প্যাকেট (network packet)।
নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো ডেটা, অথবা ডেটা ব্লক, যেখানে যিনি পাঠিয়েছেন, যার কাছে পাঠিয়েছেন এবং ইরর কন্ট্রোল ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য থাকে। এটি প্যাকেট ডেটাগ্রাম নামে পরিচিত। প্রতিটি প্যাকেটের সাথে থাকে হেডার ইনফরমেশন, যা প্যাকেটের ধরন বর্ণনা করে। এর সাথে আরো থাকে নেটওয়ার্ক অ্যাড্রেস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions