নোকিয়া কোম্পানির ইতিহাস
নোকিয়া কর্পোরেশন বা নোকিয়া হলো একটি ফিনিশ বহুজাতিক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান। ফিনল্যান্ডের এসপো এর কেইলানিমিতে এর সদর দপ্তর অবস্থিত। এর প্রধান পণ্য হলো মোবাইল টেলিফোন এবং পোর্টেবল আইটি ডিভাইস।
এছাড়াও এই কোম্পানী ইন্টারনেট সেবা প্রদান করে- যার মধ্যে Ovi প্লাটফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন, গেমস, মিউজিক, ম্যাপস, মিডিয়া ও মেসেজিং ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। মোবাইল ফোন বিক্রির দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান। অবশ্য ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্বের সর্ববৃহত মোবাইল ফোন নির্মাতা। বর্তমানে শীর্ষ স্থানটি দখল করেছে স্যামসাং।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions