নাম লক এর কাজ কি
কম্পিউটার কিবোর্ডের ডানদিকে নিউমেরিক কী-প্যাডের উপরে বাম পাশে অবস্থিত একটি কী থাকে থাকে Num Lock (নাম লক) লেখা, এটিকে বলা হয় নাম লক।
নাম লক এর কাজ :
নাম লক অন থাকলে উপরের একটি লাইট জ্বলে, এর মাধ্যমে বুঝা যায় যে, নাম লক অন আছে। আর নাম লক অন থাকলে নিউমেরিক অর্থাৎ সংখ্যা টাইপ করা যায়। যদি নাম লক অফ থাকে তাহলে নিউমেরিক কি-প্যাডের সংখ্যা টাইপ করা যায় না। অর্থাৎ নাম লকের কাজ হলো সংখ্যা টাইপ করার জন্য অন করে রাখা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions