রোবট কি
উত্তর: কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ যন্ত্র।
রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ এক যন্ত্র বা যন্ত্রমান, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে। এর কাজের ধরন দেখে মনে হবে এর ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। চেক নাট্যকার কারেল কাপেক সর্বপ্রথম রোবট শব্দটির প্রচলন করেন। রোবট মানেই যে মানুষের মতো দেখতে কোনো যন্ত্র হতে হবে তা নয়। রোবট এমন একটি যন্ত্র যা কখনো সম্পূর্ণরূপে বা অংশত মানুষকে নকল করবে; কখনো চেহারায়, কখনো কাজের মধ্যে দিয়ে, কখনো আবার দু’ভাবেই। অবশ্য এতে এমনভাবে প্রোগ্রাম বেঁধে দেয়া আছে যা প্রয়োজন অনুযায়ী নতুন করে প্রোগ্রাম বেঁধে দেয়া যায়। কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারেই কাজ করে, আবার অনেকগুলোকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions