সিনট্যাক্স ভুল কি
সিনট্যাক্স ভুল বলতে বুঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল।যেমন: বানান ভুল (Print কে Primt লেখা ইত্যাদি); কমা ব্রাকেট ঠিকমতো না দেয়া; কোন চলের মান না জানানো প্রভৃতি।
এসব সিনট্যাক্স ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলায় কম্পিউটার ভুলের একটি বার্তা ছাপায় (যেমন: ১২ নম্বর লাইনে অমুক ভুল আছে ইত্যাদি)।
চলের মান না জানানো হলে অবশ্য ভুল সংশোধন করা অপেক্ষাকৃত কঠিন কারণ চলের মান ঠিক কোন্ লাইনে জানাতে হবে তা নিজে ভেবে বের করতে হয়। এক্ষেত্রে ভুলের বার্তায় যে লাইনের উল্লেখ থাকে চলের মান কিন্তু তার আগের কোন্ লাইনে তা জানাতে হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions