comment tag in html
এইচটিএমএল কমেন্ট ট্যাগ:
<!-- -->
এইচটিএমএল কমেন্ট ট্যাগ এর ব্যবহার:
এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে কোনো বিশেষ বিশেষ কিছু নোট বা মন্তব্য করে রাখার প্রয়োজন পড়ে। পরবর্তীতে এই এইচটিএমএল ফাইলটি এডিট করার সুবিধার জন্য। যেমন: হেড ট্যাগের পূর্বে, বডি ট্যাগের পূর্বে, সাইডবার, ফুটার, সোস্যাল কোডসহ অনেক ক্ষেত্রে উক্ত কোডের পূর্বে কমেন্ট ট্যাগ এর মধ্যে কোডের বিবরণ বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য নোট করার জন্য মূলত কমেন্ট ট্যাগ ব্যবহৃত হয়। আর এর সুবিধা হলো ব্রাউজারে এসব কমেন্টগুলো কখনই দেখাবে না, শুধুমাত্র এইচটিএমএল এডিটরে এগুলো দেখাবে।
এটি একটি সিঙ্গেল ট্যাগ। প্রথমে <!-- এবং শেষে --> দিয়ে শেষ করতে হয়। এই দুই লেফট এ্যাঙ্গেল ও রাইট এ্যাঙ্গেল এর মধ্যে কমেন্ট টাইপ করতে হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions