ফ্লাশ মেমোরি কাকে বলে
ফ্লাশ মেমোরি হলো একটি ইলেকট্রনিক অপরিবর্তীনীয় কম্পিউটার মাধ্যম, যা বৈদ্যুতিকভাবে মুছা এবং পুণরায় প্রোগ্রাম রাখা যায়।
ফ্লাশ মেমোরি ইপিরম থেকে উদ্ভাবন করা হয়েছে। ফ্লাশ মেমোরির কার্যপদ্ধতি অনেকটা ইপিরমের মতো; কিন্তু একে কম্পিউটারের অভ্যন্তরে থাকা অবস্থায় পূণরায় প্রোগ্রাম করা যায়। ইপিরমের মতো একে একটি নির্দিষ্ট সংখ্যক সময় প্রোগ্রাম করা যায়। ফ্লপি ডিস্ক বা হার্ডডিস্কের বিকল্প হিসেবে এ ধরনের মেমোরি ব্যবহার করা হয়। যে সকল পরিস্থিতিতে হার্ড ডিস্কের কার্যপ্রণালির নির্ভরযোগ্যতা হারানোর সম্ভাবনা থাকে কিংবা বিদ্যুৎ চলে গেলে বিপর্যয়ের সৃষ্টি করতে পারে, সেসব কাজের জন্য এ ফ্লাশ মেমোরি ব্যবহার করা হয়ে থাকে। ১৯৪৮ সালে তোশিবা কোম্পানি প্রথম ফ্লাশ মেমোরি উদ্ভাবন করে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions