নেটওয়ার্ক সুইচ কি
নেটওয়ার্কিং এর ক্ষেত্রে স্যুইচিং হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য প্যাকেট আদান প্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরোয়ার্ডিং করতে পারে। সুইচ ওএসআই লেয়ারের অন্যতম ডেটা লিংক লেয়ারে কাজ করে। তবে কখনও কখনও এটি নেটওয়ার্ক লেয়ারেও কাজ করে। কম্পিউটারের নেটওয়ার্ক সুইচকে সুইচিং হাব, ব্রিজিং হাব কিংবা ম্যাক ব্রিজও বলা হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions