পডকাস্ট কি
পডকাস্ট হলো এক ধরনের ডিজিটাল মিডিয়া- যা অডিও, ভিডিও, পিডিএফ অথবা ইপাব ফাইলসমূহের একটি পর্বভিত্তিক সিরিজ নিয়ে গঠিত, যার জন্য সাবস্কাইব হতে হয় এবং ওয়েব সিন্ডিকেশন বা স্ট্রিমকৃত অনলাইনের মাধ্যমে কোনো কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ডাউনলোড করতে হয়।
মূলত ব্রডকাস্ট (Broadcast) এবং পড (Pod) এই দুটি শব্দের সমন্বয়ে পডকাস্ট (Podcast) শব্দটি গঠিত হয়েছে। আর পড (Pod) শব্দটি বহুল জনপ্রিয় আইপড (iPod) হতে এসেছে। কেননা প্রায়শই পডকাস্টগুলো পোর্টেবল মিডিয়া প্লেয়ারগুলোতে শোনা হয়ে থাকে বেশি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions