প্রিন্ট কিভাবে করতে হয়
কম্পিউটারের তথ্যসমূহকে কাগজের ওপর ফুটিয়ে তোলাকে বলা হয় প্রিন্ট। মূলত কোনো ডকুমেন্টকে যান্ত্রিক পদ্ধতিতে প্রিন্টার মেশিনের সাহায্যে মূদ্রণের প্রক্রিয়াই হলো প্রিন্ট। এছাড়া কোনো কোনো প্রোগ্রামিং ভাষায় কোনো বিষয়ের চূড়ান্ত ফলাফল প্রদানের পদ্ধতি হিসেবেও প্রিন্ট কমান্ডটি ব্যবহৃত হয়।
প্রিন্ট কিভাবে করতে হয় নিম্নে দেয়া হলো:
১। যা প্রিন্ট করতে চান সেটি প্রথমে ওপেন রাখতে হবে বা কম্পিউটারের ডিসপ্লেতে থাকাতে হবে।
২। কিবোর্ড থেকে Ctrl+p অর্থাৎ কিবোর্ডের Ctrl বাটন চেপে ধরে P চাপুন তাহলে প্রিন্ট নামের একটি ডায়ালগ বক্স আসবে। এই বক্সের মধ্যে প্রিন্টারের নাম, কতটি কপি প্রিন্ট করতে চান, কোন কোন পেজ প্রিন্ট করতে চান সেগুলো সিলেক্ট করুন।
৩। পরিশেষে কিবোর্ড থেকে Enter বাটনটি চাপুন বা Ok ক্লিক করুন। তাহলেই প্রিন্ট হয়ে যাবে।
বিস্তারিত বর্ণনা:
যে ফাইলটি প্রিন্ট করতে চান সেটি ওপেন থাকা অবস্থায় File menu তে ক্লিক করে Print অপশনে ক্লিক করতে হবে। নিচের ইউন্ডোর মতো একটি পেজ প্রদর্শিত হবে। এখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে মুদ্রণের কাজটি করা যেতে পারে।
• ২ নং অপশনে ডকুমেন্টটির কপির সংখ্যা ঠিক করে দিতে হবে;
• ৩ নং হতে প্রিন্টার নির্বাচন করতে হবে;
• ৪ নং হতে যে পৃষ্ঠা প্রিন্ট হবে তা নির্বাচন করতে হবে, এখানে কারেন্ট, অল এবং পছন্দমত পৃষ্ঠা নাম্বর লিখে প্রিন্ট করার সুযোগ রয়েছে;
• ৫ নং হতে পৃষ্ঠার একদিকে নাকি উভয় দিকে প্রিন্ট হবে তা নির্বাচন করে নিতে হবে;
• এছাড়া নিচের দিকে যে অপশনগুলো রয়েছে তা ডকুমেন্ট সম্পাদনার সময় সম্পন্ন করা হয়েছে, যদি করা না হয়ে থাকে তাহলে এখান থেকেও করা যাবে। তবে এ সুবিধাটা শুধু প্রিন্টিং এর সময় পাব, ডকুমেনেটর সাথে স্থায়ীভাবে যাবে না।
• সবশেষে ১ নং অপশন হতে Print বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষ অপেক্ষা করলে কাঙ্খিত এবং মুদ্রিত কপিটি হাতে পাওয়া যাবে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions