রুটকিটস কি
কোনো সিস্টেমে একটি ম্যালিসিয়াস প্রোগ্রাম ইন্সটল করা হলে, খুঁজে পাওয়া বা নিরাময়রোধে এর আত্মগোপন করে থাকাটা জরুরি হয়ে পড়ে। রুটকিট নামের কৌশল হোস্ট অপারেটিং সিস্টেমকে মডিফাই করে ব্যবহারকারী থেকে ম্যালওয়ারকে লুকিয়ে রেখে এই আত্মগোপন করাটাকে সম্ভব করে তোলে। রুটকিট ম্যালিসিয়াস প্রসেসকে একটি সিস্টেমের প্রসেস লিস্ট থেকে অদৃশ্য করে রাখে অথবা এর ফাইলগুলোকে লুকিয়ে রাখে - যাতে ব্যবহারকারী সেটি না পড়তে পারে। মূলত রুটকিট ছিলো একটি ইউনিক্স সিস্টেমে একজন মানব আক্রমণকারী দ্বারা ইনস্টল করা এক সেট টুল, যেখানে ঐ আক্রমণকারী অ্যাডমিনিস্ট্রেটর (রুট) অ্যাকসেস অর্জন করে। কিছু ম্যালিসিয়াস প্রোগ্রাম তাদের দূরীকরণ প্রতিহত করার জন্য কতগুলো রুটিন বহন করে, যা শুধু তাদেরকে লুকিয়ে রাখে না বরং তাদের দূরীকরণ প্রচেষ্টাকে প্রতিহত করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions