স্পেল চেকার কি
কম্পিউটারে টাইপ করা লেখা/রচনায় স্বয়ংক্রিয় বানান পরীক্ষা ও বানানশুদ্ধির করার সফটওয়্যার হলো স্পেল চেকার।
অর্থাৎ কম্পিউটারে তৈরিকৃত কোনো টেক্সটের বানান পরীক্ষা করা বা সেটি শুদ্ধ করা যায় এই স্পেল চেকার অ্যাপের মাধ্যমে। যে সমস্ত প্রোগ্রামের সাহায্যে টেক্সট লেখা যায় অর্থাৎ টাইপ করা যায় অধিকাংশ ক্ষেত্রে সাধারণত সেসব প্রোগ্রামের সাথে একটি বিল্টইন স্পেল চেকার দেয়া থাকে। এই সুবিধা ব্যবহার করে ডকুমেন্টে টাইপকৃত বানানকে যাচাই করে ভুল সংশোধন করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions