স্ট্রিমিং অর্থ
স্ট্রিমিং (Streaming) একটি ইংরেজি শব্দ এর শাব্দিক অর্থ হলো প্রবাহিত বা প্লাবিত। তবে প্রযুক্তি ক্ষেত্রে স্ট্রিমিং হলো একটি ওয়েবসাইট থেকে রিয়েলটাইমে অডিও এবং ভিডিও প্লে হওয়া।
স্ট্রিমিং মাল্টিমিডিয়া ফাইলগুলোকে চালানোর জন্য নির্দিষ্ট প্লাগইন আজকাল বিভিন্ন ওয়েবব্রাউজারে বিল্টইন থাকে। স্ট্রিমিং ভিডিও বা মুভি বা যেকোনো ধরনের লাইভ প্রোগ্রাম কম্পিউটার বা মোবাইলে ডাউনলোডের পরিবর্তে ব্যবহারকারীর ডিভাইসে প্লে হতে থাকে অর্থাৎ সরাসরি সম্প্রচারিত হতে থাকে। স্ট্রিমিংয়ের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions