সিস্টেম এনালাইসিস কি
কোনো একটি বিশেষ কম্পিউটারসাধ্য কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত পদ্ধতিগত ও বিশ্লেষণমূলক কর্মকান্ডই হলো সিস্টেম এনালাইসিস। আর যিনি এই কাজ করেন তাঁকে বলা হয় সিস্টেম এনালিস্ট। একজন সিস্টেম এনালিস্ট একটি সিস্টেমের উন্নয়ন কার্যধারা তৈরি ও উন্নয়নকারীদের মধ্যে কাজের বন্টন করে কাজ করিয়ে থাকেন এবং সিস্টেমের উন্নয়ন চলাকালে যেকোনো উদ্ভুত সমস্যা সমাধান ও সিস্টেমের উন্নয়ন কাজ অব্যাহত রাখে। সাধারণত সিস্টেম এনালিস্টের অধীনে একাধিক প্রোগ্রামার কাজ করেন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions