ট্যালি কি
ভারতের ট্যালি সলিউশন কর্তৃক তৈরিকৃত একটি অ্যাকাউন্টিং প্যাকেজ প্রোগ্রাম হলো ট্যালি সফটওয়্যার। ব্যবসায়ের সব ধরনের হিসাব-নিকাশ ট্যালি দ্বারা করা যায়। প্রাচীন ভারতে সংখ্যা গণনা বা হিসাবরক্ষণের জন্য ট্যালি নামে একটি বিশেষ ধরনের খাঁজ-কাটা লাঠি ব্যবহৃত হতো। সাধারণত এটির একার্থ পাওনাদারের নিকট এবং অপরার্থ দেনাদারের নিকট থাকত। এই বিশেষ ধরনের গণনা পদ্ধতির লাঠি ট্যালি থেকেই মূলত ট্যালি সফটওয়্যারের নামকরণ করা হয়েছে।
১৯৮৬ সালে শ্রী এসএস গোয়িনকা Peutronics Pvt. Ltd. নামে ব্যবসা শুরু করেন। তিনি তার ছেলে শ্রী ভারতকে তার প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণ করার জন্য সফটওয়্যার তৈরি করার দায়িত্ব অর্পন করেন। মাসের পর মাস গভীর গবেষণা ও মনোনিবেশ, মেধা ও শ্রম ব্যয় করে শ্রী ভারত তার বাবার প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনার জন্য “ট্যালি সলিউশন” নামে একটি প্যাকেজ তৈরি করেন। আর সেটিই ধীরে ধীরে ট্যালি সফটওয়্যার নামে জনপ্রিয় হয়ে ওঠে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions