টেড হফ কোন দেশের নাগরিক
উত্তর: আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র)।
টেড হফ এর পুরো নাম হলো মার্সিয়ান এডওয়ার্ড টেড হফ জুনিয়র। তিনি একজন আমেরিকান ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল ৪০০৪ এর অন্যতম একজন নকশাবিদ। ১৯৩৮ সালের ২৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। ইন্টেল-৪০০৪ প্রসেসরটির নকশা তৈরিতে জড়িত অন্য প্রকৌশলীরা হলেন ফেডেরিকো ফেগিন, স্টানলি মেজর এবং মাসাতোশি শিমা।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions