টেলিপ্রেজেন্স কী
বেশ কিছু প্রযুক্তির একটি বিশেষ সেটকে বুঝাতে এই টেলিপ্রেজেন্স টার্মটি ব্যবহার করা হয়। যেমন: হাই ডেফিনেশন অডিও-ভিডিও এবং অন্যান্য ইন্টার্যাকটিভ উপাদান যা লোকজনের মাঝে এমন অনুভূতির সৃষ্টি করে বা এমনভাবে আর্বিভূত হয় যে বর্তমানে সশরীরে উপস্থিত নেই এমন স্থানে যদি তারা উপস্থিত থাকতো তবে তাদের ঐরূপ অনুভূতি হতো। এটি প্রধানত কোলাবোরেশন টুল হিসেবে ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions