টার্মিনেটর কী
টার্মিনেটর হলো একটি ডিভাইস, যা একসারি যন্ত্রাংশের শেষ যন্ত্রাংশের সাথে যুক্ত থাকে অথবা নেটওয়ার্কের ক্ষেত্রে শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। SCSI Bus এর শেষ ডিভাইসের সাথে টার্মিনেটর লাগাতে হয়।
এছাড়া ক্যাবল সেগমেন্টের শেষে সংযুক্ত ডিভাইস টার্মিনেটর নেটওয়ার্কের সর্বশেষ নোড নির্দেশ করে থাকে। টার্মিনেটরের কাজ হচ্ছে ক্যাবলের শেষপ্রান্ত থেকে সিগনালের প্রতিফলন বা রিফ্লেকশন রোধ করা। ইথারনেট ক্যাবলের ক্ষেত্রে ব্যবহৃত টার্মিনেটরের রোধ হচ্ছে ৫০ ওহম।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions