ট্রান্সফরমার কি
যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে ও নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলা হয়। ট্রান্সফর্মার ভোল্টেজ ও তড়িৎপ্রবাহ উভয়কে রূপান্তর করে। তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়।
ট্রান্সফরমার সাধারণত ২ প্রকার।
১। উচ্চধাপী- অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
২। নিম্নধাপী- অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
গঠন:
একটি কাচা লোহার আয়তকার মজ্জা বা কোর এর বিপরীত বাহুতে অন্তরিত তার পেচিয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। কোরের যে বাহুর কুন্ডলীতে পরিবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয় তাকে মুখ্য কুন্ডলী বলে। আর যে বাহুতে পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে গৌণ কুন্ডলী বলে।
উচ্চধাপী ট্রান্সফরমারে মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীতে পাকসংখ্যা বেশি থাকে। আর নিম্নধাপী ট্রানসফরমারে মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীতে পাক সংখ্যা কম থাকে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions