ভার্সন কি
ভার্সন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সংস্করণ। কম্পিউটারের পরিভাষায় কোনো সফটওয়্যার একবার বাজারে ছাড়ার পর তার ওপর আবার গবেষণা চালিয়ে প্রোগ্রামটির মান উন্নয়ন করে আরও সহজ ও অধিক ব্যবহারোপযোগী করে নতুনভাবে বাজারজাত করাকে ভার্সন বলা হয়। এককথায়, একটি প্রোগ্রামের সংশোধিত পূনঃপ্রকাশকে ভার্সন বলে। যেমন: উইন্ডোজ ৯৮ এর সর্বশেষ ও উন্নততর ভার্সন হলো উইন্ডোজ ১১ ইত্যাদি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions