স্পাইওয়্যার কি
স্পাইওয়্যার হলো কম্পিউটারে ইন্সটল হওয়া এক জাতের ম্যালওয়্যার সফটওয়্যার যা ব্যবহারকারীদের অগোচরে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীর কাছে এর উপস্থিতি সম্পূর্ণ লুকানো অবস্থায় থাকে এবং এটি সনাক্ত করার বেশি জটিল। কিছু কিছু স্পাইওয়্যার যেমন: কিলগার গুলো কোনো শেয়ারড, কর্পোরেট বা পাবলিক কম্পিউটার এর স্বত্তাধিকারী কর্তৃক ইন্সটল করা হতে পারে - যাতে করে ব্যবহারকারীদের উপার নজরদারি করা যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions