অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে পার্থক্য
অ্যালগারিদম
১। কম্পিউটারে কোন সমস্যা সমাধানের পূর্বে সমস্যাটিকে সহজে ও অল্প সময়ে সমাধানের জন্য যে সুনির্দিষ্ট কিছু ধাপে সমস্যাটিকে বিন্যস্ত করা হয় তাকে অ্যালগরিদম বলে।
২। অ্যালগরিদমে প্রোগ্রামের বিভিন্ন ধাপ বর্ণনা আকারে লিখতে থাকে।
৩। অ্যালগারিদম রচনার পূর্বে সুডোকোড বা ছদ্ম প্রোগ্রাম তৈরির প্রয়োজন হতে পারে।
৪। অ্যালগরিদমের মাধ্যমে কোনো সমস্যার সমাধান উল্লেখ করলে অনেক সময় তা সহজে বোধগম্য নাও হতে পারে।
ফ্লোচার্ট
১। চিত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের গতিধারা উপস্থাপন করাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে।
২। ফ্লোচার্টে কতগুলো জ্যামিতিক বা সাংকেতিক প্রতীকের মাধ্যমে প্রোগ্রামের ধাপগুলো অংকন করা থাকে।
৩। সাধারণত ফ্লোচার্ট রচনার জন্য কোনো সুডোকোডের প্রয়োজন হয় না।
৪। অ্যালগরিদমকে সহজবোধ্য করার জন্য চিত্রের মত উপস্থাপনের প্রয়োজন পড়ে। এর জন্য ফ্লোচার্ট ব্যবহার করে প্রোগ্রামটি সমাধানের পথ সহজে বোঝা যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions