অ্যারে কত প্রকার
Array-এর প্রকারভেদ:
কোন একটি অ্যারের নির্দিষ্ট কোন উপাদান সনাক্ত করার জন্য যত সংখ্যক সাবস্ক্রিপ্ট এর প্রয়োজন হয় সেই সংখ্যাকে উক্ত অ্যারে-এর মাত্রা (Dimentional of array) বলে। মনে করি int roll[20]; অ্যারের ২০ টি উপাদানের যে কোনো একটি শনাক্ত করতে হবে। এ জন্য ০ থেকে ১৯ এর মধ্যবর্তী কেবল একটি সংখ্যা প্রয়োজন হবে। এই অ্যারেতে একটি সাবস্ক্রিপ্ট দিয়ে অ্যারেটিকে শনাক্ত করা যায় বিধায় এটি একটি এক মাত্রিক অ্যারে। একমাত্রিক অ্যারের উপাদানগুলো টেবিলে কেবল একটি একক সারি বা কলাম আকারে উপস্থাপন করা যায়। এ জন্য মাত্রা ভেদে অ্যারেকে বিভাজন করা হয়েছে।
মাত্রা ভেদে অ্যারে প্রধানত তিন প্রকার। যথা:
১। একমাত্রিক অ্যারে (One dimentional array)
২। দ্বিমাত্রিক অ্যারে (Twoe dimentional array)
৩। বহুমাত্রিক অ্যারে (Multi dimentional array)

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions