সেল এড্রেস কি
কলাম এবং সারির সংযোগ স্থলে অবস্থিত ঘরটিকে বলা হয় সেল। আর ঐ ঘরের বা সেল এর অবস্থান চিহিন্ত করতে যে ঠিকানা ব্যবহার করা হয় সেটি হলো সেল এড্রেস। যেমন: C কলামে 2 নম্বর সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটিকে বলা হয় C2, D কলামে 5 নম্বর সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটিকে বলা হয় D5, আর এই C2 বা D5 কেই বলা হয় সেল এড্রেস।
সেল এড্রেস কিভাবে লেখা হয়
কলাম ও রো এর সমন্বয়ে সৃষ্ট ঘরটি যে কলামে থাকবে আর যতো নম্বর রো তে থাকবে, সেই কলামের নাম ও রো এর নম্বর মিলে সেল এড্রেস এর নাম লেখা হয় বা সেল এড্রেস তৈরি হয়। মনে করুন, 50 সংখ্যাটি E কলামে আছে, আর বাম দিকে 6 নং রো সোজাসুজি আছে, তাহলে 50 এর সেল এড্রেস হবে E6, এটি হলো 50 এর ঘরের ঠিকানা বা সেল এড্রেস।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions