Home » » চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন

চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন

চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন?

উত্তর: ১৮৩৩ সালে।

ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে কম্পিউটার আবিষ্কার করেন। 

চার্লস ব্যাবেজ ১৭৯১ সালের ২৬ শে ডিসেম্বর যুক্তরাজ্যের টেইগমাউথ এ জন্মগ্রহণ করেন। তিনি ১৮১০ সালে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৮১৭ সালে ক্যামব্রিজ থেকে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি ১৮২৭ সালে ১ থেকে ১০৮০০০ পর্যন্ত লগারিদম সারণি প্রকাশ করেন। চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইঞ্জিনের উপর কাজ শুরু করেন ১৮৩৩ সালে এবং আর এটিই হলো কম্পিউটার আবিষ্কার যাত্রা। ১৮৭১ সালে তিনি লন্ডনে মারা যান। তবে জন ভন নিউম্যান আধুনিক কম্পিউটারের আবিষ্কারক হিসেবে স্বীকৃত। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *