কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়
কম্পিউটার ভাইরাস প্রতিরোধে দরকার সচেতনতা ও সতর্কতা। ভাইরাস প্রতিরাধের জন্য প্রয়োজন শক্তিশালী, আপডেটেড ও ভাল মানের এন্টিভাইরাস সফ্টওয়্যার। কম্পিউটার ভাইরাসের প্রতিরোধের জন্য নিম্নের কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে:
১। এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।
১। যতদূর সম্ভব বাইরের পেনড্রাইভ, ডিস্ক ব্যবহার না করা।
২। প্রয়োজনে বাইরের পেনড্রাইভ, ডিস্ক ব্যবহার করার সময় স্ক্যান করে নেয়া।
৩। পেনড্রাইভ, ডিস্ক ইত্যাদি ডাবল ক্লিক করে ওপেন না করে এক্সপ্লোরার এর মাধ্যমে ওপেন করা ভালো।
৪। ভাইরাস আক্রান্ত সফ্টওয়্যার ব্যবহার না করা।
৫। অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফ্টওয়্যার নিজের কম্পিউটারে নেয়ার পূর্বে ভাইরাস মুক্ত করা।৬। ইন্টারনেট ব্যবহার করার সময় সফ্টওয়্যার ডাউনলোড ও ইন্সটল করার সময় সতর্ক থাকা।
৭। ইমেইল আদান প্রদানে সতর্ক থাকা।
৮। কম্পিউটার এ সর্বদা এন্টিভাইরাস সফ্টওয়্যার আপডেট করে রাখা।
৯। গেম ফাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions