কার্সর কী কতটি
কার্সর নিয়ন্ত্রণের জন্য কীবোর্ডের ডান দিকের নিম্নাংশে সন্নিবেশিত তীর চিহ্নযুক্ত কীগুলোকে কার্সর কী বলা হয়। কিবোর্ডে ৪টি কার্সর কী রয়েছে। কার্সর কী-গুলোর মাধ্যমে কার্সর নিয়ন্ত্রণ করে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়। কার্সরকে নিজের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন দিকে স্থানান্তর করতে এ কী-গুলো ব্যবহৃত হয়। যেমনঃ Left (←), Right (→), Up (↑) ও Down (↓) প্রভৃতি এ্যরো কী-র সাহায্যে কার্সর যথাক্রমে বাম, ডান, উপরে ও নিচের দিকে স্থানামত্মর করা যায়। PgUp, PgDn কীগুলোর সাহায্যে কার্সরকে এক পাতা উপরে বা নিচে নেয়া যায়। Home এবং End কী ব্যবহার করে কার্সর লাইনের প্রথমে বা শেষে এবং Ctrl + Home এবং Ctrl+End কী ব্যবহার করে কার্সর ডকুমেনেটর একদম প্রথমে বা শেষে নেয়া যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions