ডেস্কটপ কি
উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করলে স্থিতি অবস্থায় মনিটরের পুরো স্ক্রীন জুড়ে যে ক্ষেত্র চোখে পড়ে তাই উইন্ডোজ ডেস্কটপ। উইন্ডোজ স্ক্রীনে ছড়িয়ে থাকা কিছু এ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডকুমেন্ট, টুল সম্বলিত অঞ্চলকেই ডেস্কটপ বলে। উইন্ডোজ প্রোগ্রামের কাজের সামগ্রিক অঞ্চল হলো ডেস্কটপ। ডেস্কটপে বিভিন্ন আইকন এবং ফোল্ডার থাকে। একটি আইকন এক বা একাধিক প্রোগ্রামের প্রতিনিধিত্ব করে। প্রয়োজনে ডেস্কটপ থেকে যে কোন আইকন সিলেক্ট করে উক্ত প্রোগ্রামটি ওপেন করা যায়। This PC, Documents or User, Recycle Bin, Microsoft Edge Browser ইত্যাদি ডেস্কটপের কয়েকটি কমন আইকন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions