মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্য
মেশিন ভাষা
১। যে প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্রের ভাষা বলে।
২। এ ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট কোড বলে।
৩। সাধারণত বাইনারি ০ ও ১ দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে হয়।
৪। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা খুব ক্লান্তিকর ও সময় বেশি লাগে।
৫। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন নাই।
অ্যাসেম্বলি ভাষা
১। যে প্রোগ্রামিং ভাষায় নিউমেরিক কোড এর পরিবর্তে নেমোনিক কোড ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে।
২। এ ভাষায় লেখা প্রোগ্রাম হচ্ছে সোর্স কোড।
৩। মেশিন ভাষার প্রতিটি নির্দেশের বাইনারী কোডকে এসেম্বলি ভাষায় একটি বিশেষ শব্দ বা নাম দেওয়া হয়।
৪। মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা অপেক্ষাকৃত সহজ ও কম সময় লাগে।
৫। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামে মেশিন ভাষায় রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions