প্রোগ্রামিং ভাষার প্রজন্ম
প্রোগ্রামিং ভাষা বিভিন্ন পর্যায় অতিক্রম করে বর্তমান অবস্থায় এসেছে। পরিবর্তন বা বিকাশের একেকটি পর্যায় বা ধাপকে প্রোগ্রামিং প্রজন্ম বলে। ১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশত প্রোগ্রামিং ল্যাগুয়েজ তৈরি করা হয়েছে। এ সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী গঠন বিচারে এবং মানুষের বোধগম্যতার ভিত্তিতে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে।
যথা -
১. প্রথম প্রজনম (১৯৪৫): Machine Language
২. দ্বিতীয় প্রজনম (১৯৫০): Assembly Language
৩. তৃতীয় প্রজনম (১৯৬০): High Level Language
৪. চতুর্থ প্রজনম (১৯৭০): Very High Level Language
৫. পঞ্চম প্রজনম (১৯৮০): Natural Language

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions