সাফটা কী
সাফটা (SAFTA) এর পূর্ণ রূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (South Asian Free Trade Area), অর্থাৎ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল। সাফটা এর উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ায় অভিন্ন ও অবাধ মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা করা। ৬ জানুয়ারি ২০০৪ সার্ক দেশগুলোর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১লা জুলাই ২০০৬ কার্যকর হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions