উইকিপিডিয়া কি
বিশ্বের সবচাইতে জনপ্রিয় উন্মুক্ত কনটেন্ট ও বহুভাষী একটি অনলাইন বিশ্বেকোষ হলো উইকিপিডিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজনের ব্যক্তিগত অংশগ্রহণে এই বিশ্বকোষটি প্রতিনিয়তই অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠছে। উইকিপিডিয়া সাইটে গিয়ে যে কেউ এত তথ্য প্রদান বিদ্যমান তথ্যের পরিবর্ধন, পরিমার্জন করতে পারেন। সাইটটির ঠিকানা হলো https://wikipedia.org
এটি একটি উন্মুক্ত অংশগ্রহণ ও সম্পাদনার ভিত্তিতে পরিচালিত বহুভাষিক ইন্টারনেট বিশ্বকোষ। এতে সবার প্রবেশাধিকার ও অংশগ্রহণ উন্মুক্ত থাকে। এটি অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। এর স্বেচছাসেবীরা বিশ্বব্যাপি সম্মিলিতভাবে ২৯১ টি ভাষায় ৩৫ মিলিয়ন নিবন্ধ রচনা করেছেন (৩ আগস্ট ২০১৭-এর তথ্য)।
২০০১ সালের ১৫ জানুয়ারি জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া চালু করেন। এটি উকি ফরম্যাটে করা একটি বিশ্বকোষ বলে একে উইকিপিডিয়া বলা হয়। ঝটপট যেকোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য উইকির’র তুলনা হয় না। www.wikipedia.org ওয়েবসাইটে গিয়ে ভাষা নির্বাচন করে কাঙ্খিত বিষয় লিখে সার্চ দিলে সেই বিষয়ের উপর লিখিত নিবন্ধটি এসে যাবে। চাইলে একাধিক নিবন্ধ একসাথে নির্বাচন করে তা দিয়ে উইকি ফরম্যাটে পুস্তক তৈরি করা যায়। ফলে এটা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ওয়েবসাইট। অলাভজনক সংস্থা হিসেবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনায় মূল উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে আরও ১২টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্স, উন্মুক্ত লেখার সংকলন উইকিসোর্স, ভ্রমণবিষয়ক সংকলন উইকিভয়েজ, সংবাদভিত্তিক সংকলন উইকিনিউজ, অভিধানভিত্তিক সংকলন উইকিশনারি, উইকিবুকস, উইকিডেটা, উইকিমিডিয়া মেটা, উইকিকোট, উইকিস্পেস ও উইকিভার্সিটি।
উইকিস্পেস ব্যবহার করে শিক্ষকরা খুব সহজে তার ক্লাসের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন। বাংলা ভাষার উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) বর্তমানে প্রায় ২৮ হাজার নিবন্ধ রয়েছে। ২০০৪ সালে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া। বাংলায় উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে উইকি সংকলনও ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions