win gate কি
উইনগেট হচ্ছে একটি ইন্টারনেট ফ্রিওয়্যার। এটি এমন একটি ছোট প্রক্সি সার্ভার, যার মাধ্যমে একটিমাত্র ইন্টারনেট কানেকশন অনেকে শেয়ার করতে পারে। এতে একটি মডেম ও একটি টেলিফোন লাইন ব্যবহার করে এক সঙ্গে অনেকে অনলাইনে ইন্টারনেট ব্যবহার করতে পারে। একে ফারয়ারওয়াল হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ ইচ্ছে করলে অন্যান্য ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ব্লক করে দেয়া যায়। ল্যান এর আওতাধীন একটিমাত্র মডেমযুক্ত কোনো কম্পিউটারে এই প্রোগ্রাম চালনা করে অন্যান্য ব্যবহারকারীগণ ওর্য়াল্ড ওয়াইড ওয়েব, এফটিপি, টেলনেট, চ্যাট, ইমেইল ইত্যাদি সকল অনলাইন সুবিধা ভোগ করতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions