উইন্ডোজ এনটি কি
পার্সোনাল কম্পিউটারের একটি অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কিং ভিত্তিক অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ এনটি। এর রয়েছে একটি অতি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা। এক সাথে একাধিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানো ছাড়াও বহু কম্পিউটার ব্যবহার করার সুবিধার জন্য এটি কম্পিউটারে বড় ধরনের কাজ করতে পারে অনায়াসে। তবে এটি তৎকালীন প্রচলিত সাধারণ মানের কম্পিউটারে চালানো যেত না এবং এতে ব্যয়বহুল মেমোরি ব্যবহার করতে হয় বলে খুব বেশি জনপ্রিয় নয়। উইন্ডোজ এনটির আরো একটি অসুবিধা এই যে এটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম ছিলো। এসব অসুবিধার কথা বিবেচনা করে মাইক্রোসফট এনটি ৪.০ সংস্করণ উইন্ডোজ ৯৫/৯৮ এর ইউজার ইন্টারফেসটি প্রচলন করে। উইন্ডোজ ২০০০ হলো উইন্ডোজ এনটি এর আরও উন্নত সংস্করণ। নেটয়ার্কিং পরিবেশের জন্যই মূলত এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions