উইন্ডোজ রেজিস্ট্রি কি
উইন্ডোজের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার হলো উইন্ডোজ রেজিস্ট্রি, যেখানে উইন্ডোজের সকল বিষয়ের সমস্ত তথ্য লিপিবদ্ধ করা থাকে। বর্তমানের উইন্ডোজ রেজিষ্ট্রি একটি বিশাল এবং জটিল ট্রি আকারে থাকে, যার বিভিন্ন শাখা-প্রশাখা নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কিত তথ্য ধারণ করে। এতে অসীম সংখ্যক ধাপে তথ্য জমা রাখা সম্ভব। বর্তমানের রেজিষ্ট্রির সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এর আকৃতির কোন সীমা নেই। এতে হার্ডডিস্কের খালি জায়গা ভরে না যাওয়া পর্যন্ত তথ্য জমা থাকে, যেখানে পরবর্তী INI ফাইলগুলোর ধারণক্ষমতা ছিল ৬৪ কিলোবাইট। উইন্ডোজের রেজিষ্ট্রি সর্বপ্রথম তৈরি করা হয় উইন্ডোজ-৯৫ ভার্সনে। এই ৩২ বিট ভার্সনটি সর্বপ্রথম রেজিষ্ট্রি ধারণার উদ্ভাবক। তবে উইন্ডোজের পরবর্তী ভার্সনগুলোতে রেজিষ্ট্রি নামে যা ছিল তা হলো WIN.INI, SYSTEM.INI সহ বেশি কিছু INI ফাইল। INI ফাইলগুলোতে উইন্ডোজ হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত তথ্য বিভিন্ন গ্রুপে লিখে রেখে দিত। রেজিষ্ট্রি সম্পর্কিত এই প্রাচীন ধারণাটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয় নতুন রেজিষ্ট্রি ব্যবস্থায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions