ওয়্যারলেস নেটওয়ার্ক কি
ওয়্যারলেস নেটওয়ার্ক হলো এক প্রকারের ল্যান, যেখানে কোন ক্যাবল ব্যবহার করা হয় না। এটি ওয়্যান নামেও পরিচিত। সাম্প্রতিক সময়ে ওয়্যারলেস নেটওয়্যাক বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ওয়্যারলেস নেটওয়ার্ক এর বেশ কতকগুলো সুবিধা আছে। ক্যাবল ভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্কের আকার বড় হওয়ার সাথে সাথে এর ব্যবস্থাপনা অনেক জটিল হয়ে পড়ে। কোন ক্যাবল কোন কম্পিউটারের সাথে যুক্ত আছে তা নির্নয় করাও কঠিন হয়ে যায়। বিশেষ করে নেটওয়ার্ক ট্রাবলশুটিং এর সময় বেশ ঝামেলায় পড়তে হয়। ক্যাবল ভিত্তিক নেটওয়ার্কের আরো একটি অসুবিধা হলো এতে ভিন্ন ভিন্ন কক্ষে অবস্থিত কম্পিউটারগুলো নেটওয়ার্কের আওতায় আনতে হলে ঘরের মেঝে বা দেওয়াল ছিদ্র করে ক্যাবল স্থাপন করতে হয়। এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য মূলত ওয়্যালেস নেটওয়ার্কের সৃষ্টি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions