ওয়ার্কশীট কি
কলাম ও সারির সমন্বয়ে বিন্যস্ত প্রোগ্রাম হলো ওয়ার্কশীট, যা হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন ও তার ফলাফল প্রদর্শনে ব্যবহৃত হয়। সাধারণত মাইক্রোসফট অফিস এক্সেল সফটওয়্যার ওপেন করলেই প্রথমে এধরনের একটি শীট দেখা যায়।
এক্সেলের ওয়ার্কশীট হলো Column ও Row এর সমন্বয়ে গঠিত শীট। ওয়ার্কসীটের কলামগুলো A, B, C, D, E.....এবং রোগুলো 1, 2, 3, 4, 5......প্রভৃতি নামে চিহ্নিত থাকে। কাজ করার জন্য ওয়ার্কশীটে অসংখ্য Column ও row রয়েছে। ওয়ার্কশীটে অবস্থিত কার্সরকে সেল পয়েন্টার এবং রো ও কলামের মিলিত স্থানকে সেল-এড্রেস বলে। ওয়ার্কসীটে কোন সেলে কোন সূত্র প্রয়োগ করার পর সূত্রে উত্তর যদি সেল এরিয়ার বেশি সংখ্যা হয় সেক্ষেত্রে ###### (error) চিহ্ন আসতে পারে। এক্ষেত্রে কলামকে বড় করে নিলে পূর্ণ সংখ্যা দেখা যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions