ঢাকার দর্শনীয় স্থান কোনগুলো জেনে নিন
১। লালবাগ কেল্লা
-লালবাগ, পুরাণ ঢাকা।
২। আহসান মঞ্জিল
-ইসলামপুর, পুরাণ ঢাকা।
৩। বড় কাটরা ও ছোট কাটরা
- চকবাজার, পুরাণ ঢাকা।
৪। কার্জন হল
-ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা।
৫। ঢাকেশ্বরী মন্দির
-পলাশী ব্যারাক, ঢাকা।
৭। রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ
-রায়ের বাজার, ঢাকা।
৮। ফ্যান্টাসি কিংডম
-আশুলিয়া, ঢাকা।
৯। নন্দন পার্ক
-নবীনগর, সাভার, ঢাকা।
১০। হাতিরঝিল
-রামপুরা, তেজগাঁও, গুলশান এলাকার মাঝে, ঢাকা।
১১। সংসদ ভবন
-শেরে বাংলানগর, ঢাকা।
১২। নভো থিয়েটার
-বিজয় স্মরণীর মোড়, তেজগাও, ঢাকা।
১৩। মিরপুর বেড়িবাধ
-মিরপুর, ঢাকা।
১৪। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
-সাভার, ঢাকা।
১৫। জাতীয় স্মৃতিসৌধ
-সাভার, ঢাকা।
১৬। শহীদ মিনার
-ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা।
১৭। মৈনট ঘাট
-দোহার, ঢাকা।
১৮। গোলাপ গ্রাম
-সাদুল্লাহপুর, ঢাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions