ইন্টারনেট কত প্রকার ও কি কি
ইন্টারনেটকে সাধারণত ২ (দুই) প্রকার। যথা:
১। অনলাইন ইন্টারনেট
২। অফলাইন ইন্টারনেট
অনলাইন ইন্টারনেট:
একটি কম্পিউটারে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ রাখা হলো অনলাইন ইন্টারনেট। এ জন্য সেই কম্পিউটারটির নির্দিষ্ট একটি আইপি এড্রেস এর প্রয়োজন পড়ে। অনলাইন ইন্টারনেট এ সাধারণত বড় বড় প্রতিষ্ঠান এবং আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সংযোগ স্থাপন করে থাকে। এটি অনেক ব্যয়বহুল প্রক্রিয়া।
অফলাইন ইন্টারনেট:
নিকটবর্তী কোন আইএসপি এর সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করার প্রক্রিয়া হচ্ছে অফলাইন ইন্টারনেট। সাধারণ ব্যবহারকারী অফলাইন ইন্টারনেট এ সংযোগ স্থাপন করে ইন্টারনেট ব্যবহার করেন। এক্ষেত্রে ব্যবহারকারী আইএসপি এর সার্ভারের সাথে সংযুক্ত হন এবং ইন্টারনেট সুবিধা গ্রহণ করেন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions