সাধারণ জ্ঞান : আল খাওয়ারিজমী কেন বিখ্যাত
আরবরা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানেও বিশেষ সমৃদ্ধ ছিল। মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ ইবনে মুসা আল-খাওয়ারিজমী এর নাম উল্লেখযোগ্য। তিনি বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ আল জিবর ওয়াল মুকাবিলা এর নাম থেকে অ্যালজেবরা শব্দের উৎপত্তি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions