সাধারণ জ্ঞান : পার্ট-২
১। পৃথিবী তৈরির প্রধান উপাদান কি?
উত্তর: সিলিকন
২। মানব চোখের লেন্সটি -
উত্তর: উভ উত্তল
৩। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর -
উত্তর: নাইট্রোজেন
৪। ইলেকট্রনিক্সের শুরু হয় -
উত্তর: ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
৫। অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
উত্তর: বস্ত ডুবে যাবে
৬। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
উত্তর: হাইড্রোজেন
৭। যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি -
উত্তর: অম্ল
৮। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে-
উত্তর: আইসোটোন
৯। যে মৌল বা যৌগে ইলেকট্রন দান করে তাকে কি বলে?
উত্তর: বিজারক
১০। কার্বোহাইড্রেডে C, H, O এর অনুপাত কত?
উত্তর: ১:২:১
১১। কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
উত্তর: ক্রোমোপ্লাস্ট
১২। সোডিয়াম এসিটেটের সংকেত কত?
উত্তর: CH3COONa
১৩। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
উত্তর: অলটিমিটার
১৪। যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে?
উত্তর: রেকটিফায়ার
১৫। কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক
১৬। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
উত্তর: পারদ
১৭। পড়ন্ত ব্সতুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
উত্তর: গালিলিও
১৮। নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
উত্তর: সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
১৯। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: নাইট্রোজেন
২০। বায়ু কোন ধরনের পদার্থ?
উত্তর: বায়ু একটি মিশ্র পদার্থ
২১। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কেন?
উত্তর: তাপ বিকিরণ থেকে বাচানোর জন্য।
২২। রান্না করার হাড়ি পাতিল সাধারণ এলুমিনিয়ামের তৈরি হয়। এর কারণ হলো-
উত্তর: এতে তাপ দ্রুত সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
২৩। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে-
উত্তর: সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
২৪। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
উত্তর: -৪০°
২৫। পাহারে উঠায় বা সিড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়। কারণ-
উত্তর: অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
২৬। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
উত্তর: চুম্বক ক্ষেত্র হিসেবে
২৭। সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পাবে?
উত্তর: এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নিচে অবস্থানকারী একজন ব্যক্তি।
২৮। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
উত্তর: প্রিজমের কাজ করে
২৯। বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন
৩০। সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে কিভাবে?
উত্তর: পেরিস্কোপের সাহায্যে
৩১। রেডিও আইসোটোপ হচ্ছে একটা আইসোটোপ যা -
উত্তর: তেজস্ক্রিয় বিকিরণ প্রদর্শন করে
৩২। তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তর: লাউড স্পীকার
৩৩। আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান -
উত্তর: মেটিওরোলজি
৩৪। গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
উত্তর: নিম্ন ভূমিক নিমজ্জিত হবে
৩৫। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার
৩৬। মোটরগাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয়। কারণ-
উত্তর: অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
৩৭। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে, তা হলো-
উত্তর: লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
৩৮। ভূ-পৃষ্ঠের প্রতি বর্গইঞ্চিতে স্বাভাবিক বায়ুন্ডলীয় চাপ-
উত্তর: ১৪.৭২
৩৯। কোথায় সাঁতার কাটা সহজ?
উত্তর: সাগরে

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions