টেলেক্স কি
মোর্স উদ্ভাবিত সংকেতায়িত টেলিগ্রাম পদ্ধতির উদ্ভাবন তথ্য পারাপারের ক্ষেত্রে বড় মাইলফলক তৈরি করে টেলেক্স। টেলেক্স পদ্ধতি হচ্ছে মোর্স কোডের উন্নত সংস্করণ। টেলেক্স পদ্ধতিতে টরে-টক্কা যন্ত্রটি একটি পূর্ণাঙ্গ টাইপ রাইটারের স্থলাভিষিক্ত হয়। সংকেত গ্রহণ ও প্রদর্শণ উভয় ক্ষেত্রেই টাইপ রাইটার (বৈদ্যুতিক) ব্যবহার করা হয়। বর্তমানে পার্সোনাল কম্পিউটার টেলেক্স প্রেরণ ও গ্রহণের কাজে ব্যবহৃত হচ্ছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions