Home » » অণুজীব কাকে বলে

অণুজীব কাকে বলে

অণুজীব কাকে বলে

অণুজীব (Microorganisms) : প্রোটোজোয়া, শৈবাল, ছাত্রাক, রিকোটশিয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে গঠিত বিভিন্ন জাতিক সরল জীবের একটি গ্রুপ হলো অণুজীব। অধিকাংশ অণুজীবই এককোষী। এসব জীবের সাধারণ বৈশিষ্ট্য হলো এই যে, এদের কোষ সরল প্রকৃতির যা গাছ ও প্রাণীর মতো জটিল সংগঠনের জীব থেকে এদের পৃথক করেছে। অণুজীব বহুকোসী হলেও এদের কোষগুলোকে তেমন পার্থক্য করা যায় না। ধারণ করা হয় যে বিবর্তনের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী জগতের উদ্ভব এসব জীব থেকেই হয়েছে।

অনুজীবগুলো মানুষের স্বাস্থ্য ও কল্যাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনো কোনো অণুজীব মানুষের মানুষের উপকার করে আবার কিছু কিছু অণুজীব মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, অণুজীবগুলো দুধজাত দধি, পনির ও মদ তৈরি; পেনিসিলিন, ইন্টারফেরন ও অ্যালকোহল উৎপাদন; এবং গৃহস্থালির ও শিল্প কারখানার বর্জ্য প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত। অণুজীবগুলো রোগ সৃষ্টি করে আবার খাদ্যও নষ্ট করে। এরা লোহার পাইপ, কাচের লেন্স কাঠ ইত্যাদির অবনতি ঘটায়। কোনো কোনো অণুজীব মৃত্তিকাতে জৈব অণুজীব বিভিন্ন উৎস থেকে সঞ্চিত জৈব পদার্থের অবনয়ন ঘটিয়ে মৃত্তিকার ধর্মাবলির উন্নতি সাধন এবং উদ্ভিদের পুষ্টি উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি ও উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী অন্যান্য বস্তু তৈরি করে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*