Home » » শিলা ও খনিজের পার্থক্য

শিলা ও খনিজের পার্থক্য

শিলা ও খনিজের পার্থক্য

শিলা ও খনিজের পার্থক্য নিম্নে দেয়া হলো:

শিলা:

১। শিলা বিভিন্ন খনিজের মিশ্রণ।

২। আকার ও আয়তন অনির্দিষ্ট।

৩। সাধারণত নির্দিষ্ট রাসায়নিক সংস্থিতি বা সংকেত নাই।

৪। ভৌত গুণাবলির মধ্যে সুনির্দিষ্টতা কম। ভৌত গণাবলী যেমন: রঙ, কষ, দ্যুতি, কেলাসরূপ, প্রভৃতি।

৫। শিলা কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়।

৬। ইহা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না।


খনিজ:

১। খনিজ বিভিন্ন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত।

২। অধিকাংশ খনিজ স্ফটিকার।

৩। নির্দিষ্ট রাসায়নিক সংস্থিতি ও সংকেত আছে।

৪। সুনির্দিষ্ট ভৌত গুণাবলি বর্তমান।

৫। খনিজ সহজে ক্ষয়প্রাপ্ত হয় না।

৬। ইহা সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*