Home » » গুণন কি

গুণন কি

গুণন কি

গুণন (Multiplication) : পাটিগণিত ও বীজগণিতের অন্যতম মৌলিক প্রক্রিয়া হলো গুণন। পাটিগণিতে গুণনের জন্যে সাধারণত × চিহ্ন ব্যবহার করা হয়। রোমান বর্ণ X এর সংগে এই চিহ্নের মিল থাকায় এটা বীজগণিতে কদাচিৎ ব্যবহৃত হয়, সেখানে গুণনের জন্যে বিন্দুচিহ্ন ব্যবহৃত হয় (যেমন: a.b) কিংবা (অধিকাংশ ক্ষেত্রেই) কেবল বর্ণগুলোকে পাশাপাশি রাখা হয় (যেমন: ab)। বিভিন্ন সংখ্যার (বাস্তব বা জটিল) গুণন সংযোগধর্মী (associative): a(bc)=(ab)c; বিনিময়যোগ্য (commutative): ab=ba; এবং যোগ প্রসঙ্গে বিতরণধর্মী (distributive): a(b+c)=ab+ac; তবে multiplication বা গুণন পরিভাষিক শব্দটি আরো বিভিন্ন ধরনের দ্বিভিত্তিক (binary) প্রক্রিয়া নির্দেশ করার জন্যে ব্যবহৃত হয়ে থাকে যেসব প্রক্রিয়ায় সাধারণ গুণনের উল্লিখিত সকল ধর্ম উপস্থিত থাকে না (উদাহরণস্বরূপ, ম্যাট্রিক্সসমূহের গূণন বিনিময়যোগ্য নয়।)

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *